• রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

নাশকতার আগুনে পুড়লো কাভার্ড ভ্যান

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০২৩

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \

তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন বুধবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে গাছ ফেলে পণ্যবাহী কাভার্ড ভ্যানে নাশকতামূলক অগ্নি সংযোগ করা হয়েছে।

কাভার্ড ভ্যানের চালক সিরাজুল ইসলাম জানান, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে সিলেট মৌলভীবাজারের দিকে রওয়ানা দেই। পথিমধ্যে বাটাজোর বাজারের দক্ষিণ পাশে ৫/৭ জন লোক মহাসড়কে গাছ ফেলে কাভার্ড ভ্যান থামায়। এসময় আমি গাড়ি থেকে নেমে যাওয়ার আগেই তিন ব্যক্তি কাভার্ড ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে কাভার্ড ভ্যানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্টো ট-১৩-৩২৪৫) নাশকতামূলক পেট্রোল মেরে আগুন লাগিয়ে কিছু লোক পালিয়ে যায়। খবরপেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads